আমাদের কথা খুঁজে নিন

   

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী মিঠুন চট্টোপাধ্যায়

ভারতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ শনিবার ফেসবুকে এই কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ফেসবুকে মিঠুন চক্রবর্তীকে একজন জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে মমতা বলেন, মিঠুন সফলতার সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক কাজকর্মে উন্নীত হয়েছেন। তিনি শুধু বাংলার নয়, ভারতের গর্ব ও সম্পদ। তাই তাকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করতে পেরে আমরা গর্বিত।

রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে ৫টি আসন খালি হচ্ছে এর মধ্যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএম, বাকি চারটি তৃণমূলের জন্য বরাদ্দ। এরমধ্যে নিয়াম অনুযায়ী তিনটি আসনে সরাসরি নির্বাচিত করতে পারবেন। একটি আসনে লড়াই হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে নিরাপদ আসনটিই ছেড়ে দেওয়া হতে পারে মিঠুনের জন্য। আর তাহলে জয়াপ্রদা, রেখা, জয়া ভাদুরীদের মতো এক আসনে চলে আসবেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল নক্ষত্র।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।