ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমন খুরশিদ আজ রাজ্যসভায় ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বিল পেশ করবেন। বাংলাদেশকে ভরসা দিতে অনেক বিরোধিতা উপেক্ষা করে তিনি এ বিল পেশ করবেন বলে ভারতের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কয়েকদিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বলেছিলেন, চুক্তিটি যদি এখন অনুমোদন করা না হয়, তাহলে ভবিষ্যতে নয়াদিল্লিকে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেননা, এর আগে ডানপন্থি জামায়াতে ইসলামীদের যে ক্ষমতা ছিল, এখন তার থেকে তারা সবদিক দিয়ে শক্তিশালী। ফলে যত দিন যাবে ততই বাংলাদেশেও এ চুক্তি নিয়ে বিরোধিতা শুরু হতে পারে।
পত্রিকাটি জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়েকদিন আগে বিজেপির শীর্ষ নেতাদের এ কথাই বলেছিলেন। তখন লালকৃষ্ণ আদভানি, সুষমা স্বরাজ এবং অরুণ জেটলিরা বিলটি সংসদে পেশ করায় কোনো বাধা দিবেন না বলে প্রতিশ্রুতি দেন। তবে আসামের অসম গণপরিষদের দুই সংসদ সদস্য এখনও এ বিলের বিরোধিতায় অটল। যদিও আজ বিলটি পেশ হলেও আলোচনার কোনো সময় থাকবে না। এ বিল পাস করাতে রাজ্যসভার অর্ধেকের বেশি সংসদের উপস্থিতি এবং তার দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।