আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ব্রাদার্স

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচটির ফলাফল ২-১।

চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে আছে ব্রাদার্স। মাত্র এক পয়েন্ট সংগ্রহ করা চট্টগ্রাম আবাহনীর অবস্থান নবম।

শনিবার ৩২ মিনিটের সময় এগিয়ে যায় ব্রাদার্স। বক্সের ভেতর ঢুকে পড়া মিডফিল্ডার জুয়েল রানার আলতো শট এগিয়ে আসা গোলরক্ষকের হাতের নিচ দিয়ে গড়িয়ে-গড়িয়ে জালে চলে যায়।



৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নেয়া স্ট্রাইকার রুবেল মিয়ার শট গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে এলে নাইজেরীয় স্ট্রাইকার ভিক্ট্রি অ্যান্থনির আলতো শট জালে জড়িয়ে যায়।

চার মিনিট পর জাভেদ খানের কর্নার থেকে শাফায়াতুর রহমানের হেড ব্যবধান কমালেও চট্টগ্রাম আবাহনী আর সমতা ফেরাতে পারেনি।

প্রথমার্ধে আরো দুই গোল পেতে পারতো ব্রাদার্স। ৩৪ মিনিটে মিডফিল্ডার ফয়সাল মাহমুদের কর্নার থেকে জুয়েলের হেড সাইড বার ঘেঁষে বাইরে চলে যায়।



ছয় মিনিট পর নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনের ক্রস থেকে ফয়সালের হেড ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.