আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকের লকার থেকে স্বর্ণ উধাও

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখায় লকার থেকে স্বর্ণালংকার খোয়ার ঘটনায় ব্যাংকের ম্যানেজার সহ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

খোয়া যাওয়া স্বর্ণের মালিক এহসান আহমেদ বাদী হয়ে আজ মামলাটি দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে।

মামলার আসামীরা হলো ব্যাংকের চাষাঢ়া শাখার ব্যবস্থাপক মো. নূর ইসলাম, লকার কর্মকর্তা শবনম আক্তার, চাষাঢ়া শাখার সদ্য সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে হেড অফিসে কর্মরত) আবদুর রব।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি ও তার স্ত্রীর অলংকার সুরক্ষার জন্য ২০১০ সালের ৪ জুলাই স্ত্রীর নামে ব্যাংকের ২০নং লকারটি ভাড়া নিয়ে ৪ ভরি ওজনের ২টি স্বর্ণের গলার হার, ৩ভরি ওজনের একটি লম্বা স্বর্ণের চেইন, দেড় ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস, ৫ ভরি ওজনের ২ জোড়া স্বর্নের চূড়, আধা ভরি ওজনের এক জোড়া ঝুমকা, আধা ভরি ওজনের এক জোড়া কানের দুল, পৌনে ১ ভরি ওজনের একটি আংটি এবং বেলজিয়ামের একটি হীরার আংটি রাখেন। এসব অলংকারের বাজার মূল্য ১১ লাখ টাকা। গত বছরের ২২ ডিসেম্বর ব্যাংকে গিয়ে লকার পরীক্ষা করে দেখেন লকার ফাঁকা কোন অলংকার নেই। কিন্তু এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে না পারায় বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, মামলাটি ব্যাংকিং সম্পর্কিত থাকায় এটা দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.