আমাদের কথা খুঁজে নিন

   

দেশে অঘোষিত বাকশাল: নোমান

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার বিকেলে নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ে নগর বিএনপির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

নোমান বলেন, “৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ দেশে অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছে।  ৯ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে কেন্দ্রে আসে নাই।

দেশে বর্তমানে গুম ও হত্যার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীদের প্রতিদিন নির্বিচারে গুম ও হত্যা করছে যৌথবাহিনী। অবিলম্বে গুম-হত্যা বন্ধ করতে হবে এবং রাজনৈতিক কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। ”

সরকার অর্থবহ সংলাপের উদ্যোগ নিয়ে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজনৈতিক সংকটের সুরাহা হবে বলে মন্তব্য করেন নোমান।

কর্মী সভায় জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঠিক করে চট্টগ্রাম বিএনপি।

আগামী ১৯ জানুয়ারি সকালে তারা রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং দুপুরে নগরীর বিপ্লব উদ্যানে আলোচনা সভা হবে। পরদিন বিকালে নগর বিএনপির উদ্যোগে জনসভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতারা।

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, কাজী আকবর প্রমুখ বক্তব্য দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.