আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক ও পৃথিবীর গোল তত্ত্ব থিউরি



পৃথিবীটা গোল। তার মানে আপনি যেখান দিয়েই হাঁটা শুরু করুন না কেন, একটা সময় পরে ঠিক সে জায়গাতেই আবার ফিরে আসবেন। যা কিছু রেখে গিয়েছেন, ফিরে এসে তার কিছু পাবেন কিছু পাবেন না, তবে মাঝখানে কেটে যাবে দীর্ঘ সময়। ব্যক্তির ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। ধরুন কোন ব্যক্তির সাথে আপনার দীর্ঘ বছর যোগাযোগ নেই, দেখা-সাক্ষাৎ নেই।

আপনি হয়তো ভুলেই গেছেন তার কথা। জীবনে আর কখনও দেখা হওয়ার সম্ভাবনা নেই। স্মৃতিচারণ করলে তখন মনে পড়ে তার কথা। সে এখন কী করছে, কেমন অবস্থায় আছে জানতে ইচ্ছে করে। কিন্তু দেখা হওয়ার কোন সম্ভাবনা না থাকায় ইচ্ছাটা আবার স্মৃতির আড়ালে হারিয়ে যায়।



কি মন খারাপ হয়ে গেল?

না, মন খারাপ করার কিছু নেই। ঘাবড়াবেন না। ঐ যে বললাম পৃথিবীটা গোল। দেখবেন কোন না কোন ভাবে কোন একদিন সেই ব্যক্তির সাথে আপনার ঠিকই দেখা হয়ে গেছে।

এই গোল তত্ত্বের ক্ষেত্রে ফেসবুকটা আমার নিকট একটি আদর্শ উদাহরণ বলে মনে হয়।

কারো সাথে দীর্ঘ বছর দেখা-সাক্ষাৎ নেই, কথা নেই, কেমন আছে, কী করছে কিছুই জানেন না, এ অবস্থায় হয়তো একদিন দেখলেন সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট। কৌতুহল নিয়ে নামটিতে ক্লিক করলেন, জানলেন তার আদ্যোপান্ত, হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, হয়তো পাঠাবেন না। উল্টোটাও হতে পারে। হয়তো আপনাকেই সেই ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাল। কিন্তু আমি ভাবি, দীর্ঘ বছর পর তাকে দেখে আপনার কী অনুভূতি হয়েছে? আপনি কী খুশী হয়েছেন, আনন্দিত হয়েছেন নাকি অন্যের বাহুডোরে তাকে দেখে দুঃখ পেয়েছেন, নাকি আপনার বুক চিরে বেরিয়ে এসেছে দীর্ঘশ্বাস।



নাকি আপনি দেখা শেষ করে নির্বিকার চিত্তে লগ আউট করে নিজের কাজে পুনরায় মশগুল হয়েছেন। যদি আপনি এটা করে থাকেন, তবে আপনি যান্ত্রিক মানুষ হয়ে গেছেন। আপনার ভিতরকার সকল আবেগ অনুভূতি হারিয়ে গেছে, অথবা পাথর হয়ে গেছে। আপনি এখন সবকিছু বাস্তবতার নিক্তিতে যাচাই করেন। জেনে রাখুন, আপনিই সঠিক কাজটি করেছেন।

বাস্তবতা দিয়েই জীবন চলে।

আমি কোনদিনই বাস্তবতা দিয়ে জীবন চালাতে পারিনি। কোনদিন পারব কিনা জানিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.