সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া ইন্টারের বিপক্ষে জেনোয়ার জয়ের নায়ক লুকা আন্তোনেল্লি। ৮৩ মিনিটে খেলার একমাত্র গোলটি এই ডিফেন্ডারের।
বোলোনিয়ার মাঠে ৩৭ মিনিটে স্ট্রাইকার রোলান্দো বিয়ানচির গোলে পিছিয়ে পড়া নাপোলিকে ৬২ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।
৮০ মিনিটে মিডফিল্ডার হোসে ক্যালেহনের লক্ষ্যভেদে এগিয়েও যায় ইন্টার। এর চার মিনিট পর মিডফিল্ডার পানাইয়োতিস কোনির দ্বিতীয় হলুদ কার্ড ১০ জনের দলে পরিণত করে বোলোনিয়াকে।
তবু জিততে পারেনি নাপোলি। শেষ মুহূর্তে বিয়ানচির দ্বিতীয় গোল মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় স্বাগতিক দলকে।
ড্র করলেও ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে নাপোলি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৪৭।
সেরি-আর অন্যান্য ম্যাচে লাৎসিও ৩-২ গোলে উদিনেজেকে, ফিওরেন্তিনা ৩-০ গোলে কাতানিয়াকে, তুরিনো ২-০ গোলে সাস্সুয়োলোকে, পার্মা ২-১ গোলে শিয়েভো ভেরোনাকে এবং আতালান্তা ১-০ গোলে কালিয়ারিকে হারিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।