রোববার ক্যালিয়ারির মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে এসি মিলান। রোমা সহজেই ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক হেল্লাস ভেরোনাকে। আর ইন্টার মিলান ঘরের মাঠ সান সিরোয় কাতানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
২৮ মিনিটে মার্কো সাউয়ের গোলে পিছিয়ে পড়া মিলানকে ৮৭ মিনিটের সময় সমতায় ফেরান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। দুই মিনিট পর ইতালির অন্যতম সফল দলের জয়সূচক গোলদাতা আরেক স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনি।
বিরতির ঠিক আগে স্ট্রাইকার আদিম লিয়াইচের গোলে রোমা এগিয়ে গেলেও ৪৯ মিনিটে ভেরোনাকে সমতায় ফেরান মিডফিল্ডার এমিল হলফ্রেডসোন।
তবে ৬০ ও ৮২ মিনিটে দুই স্ট্রাইকার জারভিনহো ও ফ্রান্সেসকো টট্টির গোল শেষ পর্যন্ত মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেয় দ্বিতীয় স্থানে থাকা রোমাকে।
২১ ম্যাচ থেকে রোমার সংগ্রহ ৫০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে ইন্টারের অবস্থান পঞ্চম। ২৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে মিলান।
শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৬।
সেরি আর অন্যান্য ম্যাচে লিভোরনো ৩-১ গোলে সাস্সুয়োলোকে, তুরিনো ১-০ গোলে আতালান্তাকে ও পার্মা একই ব্যবধানে উদিনেজেকে হারিয়েছে এবং সাম্পদোরিয়া ও বোলোনিয়া ১-১ গোলে ড্র করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।