আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারের সঙ্গে নিজের মাঠে রোমার ড্র

সিরি ‘আ’তে ইন্টার মিলানের আছে সমৃদ্ধ ইতিহাস। এ পর্যন্ত ১৮টি শিরোপা জিতেছে। আর সিরি ‘আ’তে রোমার শিরোপা মাত্র ৩টি। তবে এ মৌসুমে নিজেদের মাঠে লিগে এর আগে মাত্র দুটি ম্যাচেই পয়েন্ট হারিয়েছে তারা।

ইন্টারের বিপক্ষেও শুরুটা ভালো করেছিল রোমা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টারকে কোণঠাসাও করে ফেলেছিল তারা। ৩৩ মিনিটে এগিয়েও যেতে পারত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রোমা।

ইতালিয়ান ফরোয়ার্ড মাত্তিয়া দেস্ত্রোর শট পোস্টে লেগে ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচের হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলেও রেফারি অফসাইডের বাঁশি বাজান।

৭৫ মিনিটে রোমার বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পানিচকে গোলবঞ্চিত করেন হান্দানোভিচ। শেষ পর্যন্ত নিজেদের মাঠে তৃতীয়বারের মতো পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রোমাকে।

এই ড্রয়ের পর ২৫ ম্যাচে রোমার পয়েন্ট ৫৮। সমান ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৬। আর ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।