আমাদের কথা খুঁজে নিন

   

দাবাং মুক্তি পাইলে কামু ভাই এর দি ডিরেক্টর কি দোষ করলো ?

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি

সন্মানিত রাজ্জাক স্যার আপনারা যদি দাবাং এর মতো ছবি আপনাদের সেন্সর বোর্ড থেকে মুক্তি পেতে পারে তাইলে কামু ভাই ভাই এর ছবি দি ডিরেক্টর কি দোষ করলো ।

দাবাং ছবি যদি আমাদের দেশের মানুষ দেখতে পাড়ে তাইলে কামু ভাই এর চলচিত্র দেখার অধিকার সবার আছে । আশা করি আপনি বুঝতে পারবেন স্যার এটা ২০১৪ সাল ১৯৮০ সাল না । সময়ের তালে তালে পৃথিবীর সিনেমা জগতে ব্যাপক এক পরিবর্তন এসেছে । সেই পুরানো ডিশুম ডাশুম ছবির চেয়ে এখনকার সিনেমাগুলোতে আমাদের সমাজ ব্যাবস্থাকে তুলে ধরা হয় ।

সামাজিক প্রেক্ষাপট থেকে কাহিনী নিয়ে এখনকার ছবিগুলো তৈরি হয়ে থাকে অথবা কাহিনী নির্ভর ছবি হলেও তার মধ্যে সাধারণ মানুষের জন্য শিক্ষামুলক মেসেজ থাকে ।

যেখানে সব দেশ চলচিত্রর মান এগিয়ে যাচ্ছে আর আমাদের সেন্সর জটিলতার কারনে অনেক ভালো ছবি মার্কেট এ আসার সুযোগ পাচ্ছে না । আমাদের ধ্যান ধারনা এখনো মান্দাতার আমলে রয়ে গিয়েছে আশা করি এর এক ব্যাপক পরিবর্তন দরকার ।

একসময় আমাদের দেশের বাংলা ছবির মান খুব ভালো ছিলো , আমি বলবো না এখনো ভালো নেই তবে তা কিছু অল্প সংখ্যক পরিচালকের মধ্যে সীমাবদ্ধ , আমরা এখনো ভুলি নাই খান আতা , জহির রায়হান , আলমগির কবির , এহেতেশাম ,আবদুল্লা আল মামুন , আমজাদ হোসেন ,কাজী হায়াত , চাষি নজরুল ইসলাম আর অজস্র নামী গুণী চিত্র পরিচালকদের কথা ও তাদের অমর সৃষ্টির কথা । তারা অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে জীবিত কিন্তু তারা তাদের কাজের দ্বারা স্মরণীয় হয়ে থাকবেন আমাদের চলচিত্র প্রজন্মের কাছে ।

তাদের সময় অনেক আন্তর্জাতিক মানের ছবিও হয়েছে আমাদের এ দেশে এবং আমরা আন্তর্জাতিক পুরুস্কার ও পেয়েছি ।

বর্তমানের প্রজন্মের চলচিত্র পরিচালকরা আমাদের বাংলাদেশের সিনেমা ধারায় ব্যাপক এক পরিবর্তন এনেছেন এবং আনার চেষ্টা করছেন , তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিচালক হল তানভীর মোকাম্মেল ,তারেক মাসুদ , প্রয়াত হুমায়ন আহমেদ , মোরশেদুল ইসলাম , নাসিরুদ্দদিন ইউসুফ , মোস্তফা সরোয়ার ফারুকি , সাইমন আহমেদ কামার আরো অসংখ্য গুণী পরিচালক ( এই মুহূর্তে অনেকের নাম মনে আসছে না ) এবং তাদের নির্মিত ছবি পৃথিবীর অন্যান্য দেশের ছবির সাথে সাথে আন্তর্জাতিক বিভিন্ন চলচিত্র উৎসব এ যাচ্ছে ।

সেন্সর বোর্ড দয়া করে আমাদের চলচিত্রকে সিন্দাবাদের ভূত থেকে মুক্তি দেন ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.