আমাদের কথা খুঁজে নিন

   

তরুণীদের পছন্দের শীর্ষে ভূভূজেলা, শিলা কা জাওয়ানি, দাবাং, আইপিএল

সিলেট প্রতিনিধি :: নাম শুনলে মনে হবে ক্রিকেটের নতুন সংস্করণের উম্মাদনা বুঝি ঈদ বাজারে ছড়িয়ে পড়েছে! এর রেশ কাটতে না কাটতে পড়তে হবে অন্যরকম ধাঁধাঁয়; স্মৃতিপটে ভেসে ওঠবেই চলে যাওয়া বছরে মহারণ। বিশ্ব ফুটবলের উম্মাদনা ছাপিয়ে বিশ্ববাসী জেনেছিল একটি দেশের সংস্কৃতির ইন্দ্রজাল। যা কাঁপিয়ে দেয় সমস্ত পৃথিবী। অবিশ্বাস্য সুর মেশানো কানজ্বালা করা সেই ভূভূজেলার নাম। এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বিশ্ব ফুটবল মাতানো ভূভূজেলা ও ক্রিকেট নব উদ্ভাবন আইপিএল নামের পোশাক!।

আর মাত্র দুই দিন পর ঈদ। বাঁকা চাঁদের পালকিতে চড়ে সবার ঘরে হানা দেবে ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ দ্বিগুণ করতে তরুণ-তরুণীদের মধ্যেও উৎসাহের কমতি নেই। কেনাকাটায় যানজটের কারণে অসীম ভোগান্তিকে ছাপিয়ে মনের তৃপ্তি নিয়ে ঘরে ফিরছেন ক্রেতারা। দুঃসহ যানজটে অতিষ্ট হয়েও কেনাকাটায় রাশ টানছেন না।

ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যানজটের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন পৌরশহরের ব্যবসায়ীরা। উপজেলার বিপনী বিতানগুলোতে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে দাবাং, মুরালী, মাসাক্কালি, ক্যাটরিনা, ডিংকাচিকা, আইপিএল, নেটের ভূভূজেলা, শিলা কা জাওয়ানিসহ বেশ কিছু পোশাক। এসব পোশাকের সাথে সামঞ্জস্য রেখে জুতা ও কসমেটিক্স সামগ্রী ক্রয় করতে সেখানে তরুণীদের ভীড়। ঈদের কেনাকাটায় উপচে পড়া ভীড় পৌর শহরের জামান প্লাজা, সাত্তার শপিং কমপ্লেক্সে, আল আমিন সুপার মার্কেট ও সিটি সেন্টারে। এছাড়া স্বল্প আয়ের মানুষজন ঈদের কেনাকাটা করতে ভীড় করছেন শহরের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পসরায়।

তরুণীদের চেয়ে কম যান তরুণরাও। ঈদের চাই পছন্দসহ পাঞ্জাবী-পাজামা। পোশাকের মানানসহ জুতা ও চোখে রোদ চশমা। পাঞ্জাবী ছাড়া তরুণদের পছন্দের তালিকায় জিন্স প্যান্ট-আটসাট হাফ শার্ট, টি-শার্ট, গ্যাবার্টি প্যান্ট। মুছা মার্কেটের পরশমনিতে কেনাকাটা করতে আসা সারমিন, মুন্নি, শিউলি, সাজেদা বলেন, আইপিএল, মুরালী, দাবাং, ভূভূজেলা ও শিলা কা জাওয়ানি পছন্দ হয়েছে।

ঈদের বাজারে দোকানিরা দাম ছাড়তে চান না। ’ পরিবারের দেয়া বাজেটের সাথে মিল রেখে পছন্দের পোকাশসহ যাবতীয় কেনাকাটা করবেন বলে তারা জানান। সাত্তার প্লাজার ঝুমকা বি থেকে শিলা কা জাওয়ানি কিনে খুবই উৎফুল্ল স্কুল পড়–য়া শিক্ষার্থী মাজেদা বেগম। সে জানায়, ‘কাপড় পছন্দ হলে রঙ ভাল লাগেনি অবশেষে বিভিন্ন দোকান দেখে এখানে এসে পছন্দের রঙের পোশাক পেয়েছি। দুপুর বেলা যানজট থাকায় বেশির ভাগ পরিবার নিয়ে রাতে ঈদের কেনাকাটা করছেন।

যা উপজেলা সদরে এর আগে এতো বিপুল সংখ্যক ক্রেতা রাতের বেলা কেনাকাটা করতে দেখা যায়নি। গভীর রাত পর্যন্ত ব্যবসায়ীরা ব্যস্ত ক্রেতাদের সন্তুষ্ঠ করতে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.