আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন শীতের আমেজ লাগছে এবার শইলে একটা কথা হুনবানি ভাই কইলে পিঠাপুলির ধুম পড়েছে বাইতে আঙ্গ বাইত আইয় পিঠা খাইতে ধূম ছুটেছে ভাঁপা পিঠায় খাবে গরম গরম দশটা খাবে বিশটা খাবে পাইওনা যে শরম ফুলপিঠা, পাতাপিঠা সঙ্গে ঝিকিমিকি মেরাপিঠা খাওয়ার পরে থাকবে আরো বাকি চাটিত বসে বারান্দাতে নরম-গরম খাবে খেজুর রসে চিতই পিঠা অনেক মজা পাবে ব্লগের সবাই আইয় কিন্তু আমার গাঁয়ের বাইতে পিঠাপুলির জেফত দিলাম মজা কইরা খাইতে বাড়ি বাড়ি পিঠার ধূম বইছে খুশির হাওয়া আইবা কিন্তু তোমার ইচ্ছায় আমার ইচ্ছায় যাওয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।