জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে
কাঠফাটা রোদ্দুরে কখনো যদি আমি থমকে দাড়াই,
ক্লান্তিতে নুয়ে পড়ে শ্রান্ত এ আমি যদি দু’হাত বাড়াই-
ভুলে গিয়ে সহজাত-
বাড়াবে কী দুটি হাত
খুব বেশি জানতে আজ ইচ্ছে করে।
যুদ্ধের ফাঁকে যদি কোন এক অবসরে এসেই আমি,
দেখা নেই কতদিন-যদি জিজ্ঞেস করি কেমন তুমি-
ভুলে গিয়ে অভিমান-
হতাশায় রত প্রাণ
মান ভেঙ্গে দেবে ভালোবাসায় ভরে।
যেটুকু সময় কাটে স্মৃতি আর সুখ ভেবে এই অবেলায়,
জানিনা বুঝেছ কী রাখতে চাইনি আমি এ অবহেলায়-
নিয়তির পরিহাস-
দীর্ঘ হয়েছে শ্বাস
সহসা ফুরোল সীমা এ সময়ের।
সুখের প্রহর শেষে আসবে আবার যবে বিদায়বেলা,
নিয়তির টানে আমি ছেড়েই যাব তব- নয়তো হেলা
লুকিয়ে মনের ঝড়-
হাসবে কী নির্ঝর
ফেরাবে তোমার ডাক আমায় ফের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।