আমাদের কথা খুঁজে নিন

   

মেকী উপস্থাপনা

আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। দুঃখের প্রাচীর আসমান ছুঁই ছুঁই বিস্তর জমিন প্রান্তর জুড়ে সীমা পরিসীমা নেই যে তার ! অন্তর অক্ষে বেদনার বারিধারা উলট পালট স্রোতের আগ্রাসী চলা শুধু পিছনেই ঠেলে নিয়ে যায় কবে হেসেছিলেম প্রান খুলে,বলতে পারো? স্মৃতির অলক্ষ্যে চলে যাওয়া সে দিনও মনে না আসার দুঃখই দিয়ে যায় । কে বলেছিল জানি না- "অভাগা যেদিকে চায়,সাগর শুকিয়ে যায়" তা কি আর বলতে ! হাসির মাঝেও কান্নার গোঙানি সকলের অলক্ষ্যে শুধুই নিরব জল ফেলা তবুও মেকী এই উপস্থাপনা শুধু প্রাচিরগুলু আবরন দিয়ে রাখতে এই নিরন্তর প্রচেষ্টা। বাঁচার আকুতি নয় যে এখানে শুধু সুন্দরের প্রতীক্ষায় । দাও সে সুন্দর,নাও যে দুঃখ। আমি খরস্রোতায় থেকেও সে প্রতীক্ষার প্রহর গুনে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।