আমাদের কথা খুঁজে নিন

   

খণ্ডিত, ভূলুণ্ঠিত, মেকী সফলতা...

আমি মানুষ, এটাই আমার পরিচয়। কাদের মোল্লাহ'র রায়ের কি হইলো, জানেন কিছু? ৭৫ দিন তো শেষ ... ৬০ দিনের মেয়াদ ছিলো কি সব আপিল নিয়া কিন্তু কোন খবর তো নাই এখনো ... আমরা সফলতার এত সংকীর্ণ মানে কেন বুঝি তা আমার বুঝে আসে না ... এত অল্পতে কি আমরা আসলেই খুশী হয়ে যাই??? সন্তুষ্ট হয়ে যাই??? শর্টকাট খুঁজি সারাক্ষণ...!!! সফলতার শর্টকাট!!! হাস্যকর ... উন্মাদ...!!! আমি খুশী হইতে পারি না শুধু রায় শুইনা , আমি কিছুটা খুশী রায় কার্যকর হইলে তারপর ও কি সফল হইতে পারা গেলো??? মহান মুক্তিযুদ্ধ , বাংলাদেশের অর্জিত স্বাধীনতা, চেতনা - এসবের মানে কি শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি ??? প্রতিটা যুদ্ধাপরাধীর বিনাশ ই কি সফলতা এবং সমাধান??? আর কিছুই কি নয়??? খণ্ডিত, ভূলুণ্ঠিত, মেকী সফলতা... সফলতা কি এত ই সহজ এক অর্জন??? প্রাপ্তি কি এত ই সুলভ ???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।