আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপার আরিফুল ইসলাম উপজেলার সাধুবাড়ি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

এ ঘটনায়  ২৫জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এদের মধ্যে ৩জনকে তাত্ক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বেলা ১২টায়  ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে বগুড়া থেকে ছেড়ে আসা পাবনা নগরবাড়ীগামী একটি যাত্রীবাস মহাসড়কের উক্ত স্থানে পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার আরিফুল ইসলাম (২৭) নিহত হন।

এদিকে দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন, স্থানীয় দমকল বাহিনীর সদস্য ও পুলিশ প্রশাসনের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

আহতরা হলেন শাহজাদপুরের মহররম আলী (৪৫), রওশন আলী (৪৮), নওগাঁর মুকুল হোসেন (৪০), বারেক উদ্দিন (৪০), ধুনটের এম এ করিম (৪১), আসাদ আলী (৪৫), মহির উদ্দিন (৪২), নবীর উদ্দিন (৩০), সজীব কুমার (৪৫) যাত্রী আহত হন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান চলন্ত অবস্থায় বাসের ষ্টিয়ারিং হঠাৎ বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এতে যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা  আশঙ্কাজনক। তাদেরকে বগুড়ায় পাঠানো হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.