নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দু’জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুর ২টার দিকে জেলার নিতাইগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঢাকার মিরপুর মনিপুর এলাকার ময়দান আলীর ছেলে আলমগীর (৩২) ও একই এলাকার রেজাউলের ছেলে ফরিদ (২৫)।
জানা গেছে, আজ দুপুরে আলমগীর ও ফরিদ নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে মেসার্স রহমান রাইজ আড়ৎ নামে একটি পাইকারি চালের দোকানে গিয়ে ১ লাখ ২৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান মালিককে গ্রেফতারেরও হুমকি দেন।
ঘটনাটি দোকান মালিদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।