নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি কারখানা বন্ধ ও অপর ৫টিকে ২৬ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
আজ এসব কারখানার মালিক ও প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় সদর দপ্তরে তলব করে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এসব জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ইউনুছ ফাইন পেপার মিলস লিমিটেডকে ১২ লাখ, ফতুল্লার ইদ্রাকপুরে চাদঁ ডাইং অ্যান্ড প্রসেসিং মিলসকে ৪লাখ ও একই এলাকার ঢাকা টেক্সটাইলকে ৪ লাখ, সালেহীন ডাইংকে ৪ লাখ ও হাজী রসুল ডাইংকে ২লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ভাবে নদীও আশপাশ এলাকার পরিবেশ দূষন করে আসছে । যথাথথের প্রমানের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এছাড়া এসব প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিকে আগামী ৩ মাসের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দেয়া হয় এবং এ আদেশ প্রতিপালনে ব্যর্থতায় কারখানা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।