নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশষ্টি হাসপাতালে নার্স ও আয়া মিলে এক গৃহবধূর সন্তান প্রসব করাতে গিয়ে ভুল চিকিত্সায় মারা গেছে এক নবজাতক।
এ ঘটনায় ক্ষুব্ধ রোগীর স্বজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখায়।
আজ সকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে আজ সকালেই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বন্দরের আমিন আবাসিক এলাকার বাসিন্দা সেলিমের স্ত্রী আমেনা বেগমের প্রসব বেদনা উঠলে আজ ভোর সাড়ে ৪ টার দিকে তাকে শহরের খানপুরস্থ ৩০০শয্যাবিশষ্টি হাসপাতালে নিয়ে আসে।
এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিম খান প্রসূতিকে ১৮ নং ওয়ার্ডে ভর্তি করে। ওয়ার্ডে থাকা ২ নার্স বিউটি ও আম্বিয়া খাতুন এবং ২ আয়া মমতাজ ও রহিমা নিজেরাই ওই প্রসূতির ডেলিভারীর চেষ্টা করতে থাকে। সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে আমেনা বেগম পুত্র সন্তান প্রসব করে। এর আধাঘন্টা পরে নার্স ও আয়ারা চিকিত্সক ডা. দীপান্বিতা হককে কল করে জানান ওই শিশুটি মারা গেছে।
ভুল চিকিৎসায় নবজাতকে মৃত্যু হয়েছে বলে প্রসুতি আমেনা বেগম প্রতিবাদ জানালে ওই সময় আয়া মমতাজ নিজে প্রসূতি আমেনা বেগমকে চড় থাপ্পড় মারে ও গালমন্দ করেন।
এদিকে নার্স ও আয়াদের গাফিলতির কারণে শিশু মৃত্যুর খবর শুনে ছুটে আসেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশষ্টি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. জাহাঙ্গীর আলম, এনেসথেসিয়া ডা. আমিনুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র, গাইনী বিভাগের ডা. দীপান্বিতা হক, পিএ সিদ্দিকসহ অন্যরা।
ভারপ্রাপ্ত সুপার জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে এ বিষয়ে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।