অমর একুশে বইমেলার পরিসর বাংলা একাডেমি চত্বরের বাইরে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রকাশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম, মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক এবং মেলা-সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।