বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ‘মিথ্যাচার’ করছেন বলেও ফখরুলের অভিযোগ।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশনেত্রীর বক্তব্যের কোথাও রাষ্ট্রদ্রোহের কিছু ছিলো না। এ ধরনের মিথ্যা অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করা সৈয়দ আশরাফের শোভা পায় না। ”
ফাইল ছবি
আগের দিন এক সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, সাতক্ষীরায় যৌথ অভিযান নিয়ে খালেদা জিয়া ‘মিথ্যাচার’ করেছেন।
ওই বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহসম’ দাবি করে তার জন্য বিএনপি চেয়ারপারসনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “তিনি ( সৈয়দ আশরাফ) সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আমি জানি না তিনি ওই সময়ে কোন অবস্থায় ছিলেন এবং কি অবস্থায় তিনি এই কথা বলেছেন। ”
ওই বক্তব্যের জন্য খালেদা জিয়া ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার কথা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে হাসিমুখে মির্জা ফখরুল বলেন, “এখন উনারা যা করছেন, তার কোনো যুক্তিকতা নেই। মিথ্যা মামলা দিয়ে আমাদের সিনিয়র নেতাদের হয়রানি করছেন।
“কিছু দিন আগে আমাদের নেত্রীকে বালুর ট্রাক রাস্তার ওপর রেখে অবরুদ্ধ করে রেখেছিলেন। এখন দেশে তো বাকশালের মতো অবস্থা। রাস্তায় রাস্তায় লাশ পাওয়া যায়। বিরোধী দলের নেতা-কর্মীদের রক্ষীবাহিনীর মতো নির্যাতন করা হয়। ”
গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্যে সাতক্ষীরায় যৌথ অভিযান নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়া।
তিনি বলেন, “আপনারা দেখেছেন, সাতক্ষীরা একটি ছোট জায়গা। কীভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে। আদৌ যৌথবাহিনী ছিলো কি না, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে।
“বাংলাদেশের পুলিশ ও অন্য বাহিনী এতো নিষ্ঠুর হবে, এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। তাদের কাজ-কর্ম দেখে মনে হয় না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট আছে।
”
এই প্রসঙ্গ ধরে দৈনিক ইনকিলাব বন্ধের নিন্দাও জানান বিএনপি চেয়ারপারসন।
সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় বাহিনী জড়িত বলে একটি প্রতিবেদন প্রকাশের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় ইনকিলাবের তিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পত্রিকাটির প্রকাশও বন্ধ হয়ে গেছে।
অর্থপাচার মামলায় তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “যদি কোনো বিচারক তাদের পছন্দমতো রায় না দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
”
সরকার প্রশাসন ও বিচার বিভাগসহ রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলের সিদ্ধান্ত পরে জানানো হবে সাংবাদিকদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।