আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতাল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার জেলাব্যাপী সকাল-সন্ধা হরতাল ডেকেছে জেলা ১৮ দলীয় জোট।

হরতাল সফল করতে মাইকিং ও মিছিল সমাবেশ করেছে জোটটি।

গত সোমবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ১৮ দলের শোভাযাত্রা পূর্ব সমাবেশে এ কর্মসূচী ঘোষনা করেন ১৮ দলের জেলা আহবায়ক ও বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। একই সঙ্গে মঙ্গলবার ও  বুধবার  উপজেলা, পৌর সভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দু'দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে বগুড়া শহর ও সদর থানা বিএনপির যৌথ উদ্যোগে আজ বিকেলে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সমপ্রতি নিম্ম আদালত তারেক রহমানকে মানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস দিলে রাষ্ট্র পক্ষ উচ্চ আদালতে আপিল করেন। এর পর হাইকোর্ট তারেক রহমানকে কোর্টে আত্মসমর্পনের আদেশ দেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.