ক্যাপিটাল ওয়ান কাপের (ফুটবল লিগ কাপ) সেমিফাইনালে দুই লেগে ম্যানচেস্টার সিটির জয়ের ব্যবধান দাঁড়াল ৯-০! ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রথম লেগে ৬-০ গোলের জয়ের সঙ্গে যোগ হলো গত মঙ্গলবারের ৩-০ ব্যবধানের জয়ও। দুর্দান্ত দুটি জয় সঙ্গে নিয়েই ম্যানসিটি ৩৮ বছর পর পেঁৗছে গেল ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে। ১৯৭৬ সালে সর্বশেষ এই কাপে ফাইনাল খেলে শিরোপা জয় করেছিল ম্যানসিটি। ফুটবল লিগ কাপে শিরোপা জয় করেছিল তারা ১৯৭০ সালেও। এরপর দীর্ঘ শিরোপা খরায় ভুগতে শুরু করে ম্যানসিটি।
অবশেষে ফুটবল লিগ কাপে তৃতীয় শিরোপা জয়ের খুব কাছেই পেঁৗছে গেল তারা।
মঙ্গলবার ওয়েস্ট হ্যামের মাঠে ম্যানসিটিকে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দিয়েছিলেন নেগ্রেদো। এরপর ২৪তম মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে নেগ্রেদোর দ্বিতীয় গোল দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে। এই জয়ে ফুটবল লিগ কাপে দীর্ঘ ৩৮ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগ পেল ম্যানসিটি।
ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ গত রাতেই নিশ্চিত হয়ে গেছে। সান্ডারল্যান্ড অথবা ম্যানইউ। প্রথম লেগে অবশ্য ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে ছিল সান্ডারল্যান্ডই। আগামী ২ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে ম্যানসিটি।
এমন জয়ের পর কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি যে কোনো দলের মুখোমুখি হওয়ার ক্ষেত্রেই চ্যালেঞ্জ দিতে পারেন।
এমনকি বার্সেলোনা হলেই বা সমস্যা কোথায়! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যানসিটিকে বার্সেলোনার মুখোমুখিই হতে হবে। 'আমি এই দলটা নিয়ে গর্বিত। আমরা এখানে ফাইনাল নিশ্চিত করেছি পাঁচটা ম্যাচ জয় করে। এই ম্যাচগুলোতে আমরা ১৯ গোল করেছি। গোল হজম করেছি মাত্র একটা।
' লিগ কাপে ফাইনাল নিশ্চিত হওয়ার পর এবার পেল্লেগ্রিনি ইংলিশ লিগ ও এফএ কাপ নিয়েই ভাবছেন। এফএ কাপেও শিরোপা জয় করতে চান তিনি। ইংলিশ লিগে ম্যানসিটি এবারে শিরোপার অন্যতম দাবিদার। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। এই ব্যবধান যে কোনো মুহূর্তেই ঘুচে যেতে পারে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।