আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের আয়ের অর্ধেক আসে জুয়াডিদের কাছ থেকে। সেই বোর্ডকে যদি বিশ্ব ক্রিকেটের হর্তা কর্তা বানানো হয় তাহলে ক্রিকেট পুকার বা রোলেটের মতো জুয়া খেলায় পরিনত হবে

আমি এলিয়ান না, তবে মাঝে মাঝে মনে হায় অন্য গ্রহ থেকে এসেছি.. ! :-)

ক্রিকেটে যত বড় বড় জুয়াডি আছে সব ভারতের অথবা ভারত থেকে ব্যাবসা পরিচালনা করে। সব ম্যাচ ফিক্সিং এর সাথে ভারতীয়রা কোন না কোন ভাবে জড়িত। আমার ধারনা, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের আয়ের অর্ধেক আসে জুয়াডিদের কাছ থেকে। সেই বোর্ডকে যদি বিশ্ব ক্রিকেটের হর্তা কর্তা বানানো হয় তাহলে ক্রিকেট পুকার বা রোলেটের মতো জুয়া খেলায় পরিনত হবে আর কেসিনো থেকে এর ফলাফল নির্ধারীত হবে। এটা আর মাঠের খেলা থাকবে না।

আর বাংলাদেশে ক্রিকেটের যে দর্শক, ইংলেন্ডে এর অর্ধেকও নাই (আসেজ ছাড়া বাকি সব ম্যাচ খালি মাঠে হয়)। যদিও ইনংলিশর ক্রিকেট খেলা শিখিয়েছেন, তার এখন ফুটবল নিয়ে বেশি ব্যাস্ত। ৮০% ইংলিশ ক্রিকেটের বেসিক রুল জানে না, খেলেতো দুরের কথা। আর বাংলাদেশের বাচ্চারা এখন হাটতে শিখার আগে ক্রিকেট বেট নিয়ে দৌড়াতে চাই। ইংলিশরা কি ভাবে দাবি করে বিশ্ব ক্রিকেট চালানোর তারাই এক মাত্র দবিদার।






আমাদের সাথে যোগদিন ফেইসবুক টুইটার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.