বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, “সাতক্ষীরায় অভিযান নিয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে যথাসময়ে আইন-শৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে। ”
গত সোমবার এক জনসভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, সাতক্ষীরার অভিযানে দেশের আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে একটি দেশের বাহিনী রয়েছে। এর পর দিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়াকে ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছিলেন আশরাফ।
এসব বিষয়ে নাসিমের কাছে প্রশ্ন রেখেছিলেন উপস্থিত সাংবাদিকরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা একটি দেশকে ইঙ্গিত দিয়ে এদেশের যৌথবাহিনীর সৈনিকদের ভিনদেশি বলে বক্তব্য দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
“তার (খালেদা জিয়া) শান্ত হওয়া দরকার। তিনি রাজনৈতিকভাবে পরাজিত হয়ে ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছেন। ”
অপর এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে এবং ভবিষ্যতে সংবিধান অনুয়ায়ী যথাসময়ে নির্বাচন হবে।
কাজেই নির্বাচন নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। ”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল হোসেন মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।