* নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খিদমতে বেশ কয়েকজন উম্মুল মু’মিনীন ছিলেন এবং একই সাথে একই সময়ে অনেকজনই ছিলেন। কিন্তু উম্মুল মু’মিনীন হযরত খাদিজা রা. তিনি ছিলেন একা। উনার সময়ে অন্য কোনো উম্মুল মু’মিনীন ছিলেন না।
* হযরত হযরত খাদিজা রা. মাধ্যমে একজন সন্তান ব্যতীত সব সন্তান এসেছেন।
* রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ জারি হয়েছে হযরত খাদিজা রা. মাধ্যমে।
* হযরত খাদিজা রা. কবরে মুনকার-নাকিরের প্রশ্নের জওয়াব স্বয়ং মহান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন।
* স্বয়ং মহান রব্বুল আলামীন হযরত জিবরীল আলাইহিস সালাম এর মাধ্যমে হযরত খাদিজা রা. প্রতি সালাম পাঠান।
* মহান আল্লাহ পাক হযরত খাদিজা রা.কে শান্তিপূর্ণ ও কোলাহলমুক্ত জান্নাতের সুসংবাদ দান করেছেন।
* স্বয়ং আখিরী রসূল হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সম্পর্কে বলেছেন- “যমীনের বুকে সর্বোত্তম উম্মুল মু’মিনীন হচ্ছেন হযরত খাদিজা রা.। ”
* তিনি ছিলেন পরিপূর্ণ পবিত্রা।
জাহেলিযুগেও তিনি মূর্তিপূজা থেকে পবিত্রা ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।