যুদ্ধাপরাধীদের বিচার চাই, ফাঁসি চাই, হতে হবে। ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধীরা উম্মুল মু'মিনীন হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম উনার সম্পর্কে কটুক্তি করে থাকে এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। (নাউযুবিল্লাহ)
এর কিছু বিষয়ের জবাব ধারাবাহিকভাবে তুলে ধরা হলোঃ
১) বিবাহ মুবারকঃ
বিবাহ মুবারক সম্পর্কে বলতে গিয়ে ইসলাম বিদ্বেষীরা বলে থাকে অল্প বয়স মুবারকে উনার বিবাহ মুবারক হয়েছে। এতে তারা দোষ খুঁজে পায়। (নাউযুবিল্লাহ)
অবিশ্বাসী, ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধীদের বক্তব্যগুলো কয়েকটি দৃষ্টিকোন থেকে আলোচনা করা হবে।
প্রথমত, কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ হয়েছে,
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
" হে উম্মুল মু'মিনীন আলাইহিন্নাস সালামগন! আপনারা অন্য কোন নারীদের মত নন। "
[ 'সূরা আহযাব'-শরীফ ৩২ নম্বর আয়াত শরীফ]
এ আয়াত শরীফের মাধ্যমেই আল্লাহ পাক প্রত্যেক নারী থেকে উম্মুল মু'মিনীন আলাইহিন্নাস সালাম গন উনাদেরকে পৃথক করে দিয়েছেন।
অর্থাৎ উনাদেরকে আল্লাহ পাক বিশেষভাবে কুদরতীভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক উনার কুদরতের বাস্তব নমুনা হচ্ছেন উম্মুল মু'মিনীন হযরত আয়েশা ছিদ্দীকা আলাইহাস সালাম। উনাকে অন্যকারো মতো বা সাধারন নারীদের সাথে তুলনা করা কখনো মুসলমানের কাজ হতে পারেনা।
এ বিষয়ে বিভ্রান্তিতে তারাই পড়ে যারা উনাকে সাধারন নারীদের মত মনে করে।
উম্মুল মু'মিনীন হযরত আয়েশা ছিদ্দীকা আলাইহাস সালাম উনি ৯ বছর বয়স মুবারকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে তাশরীফ নেন।
বাহ্যিক ভাবে বয়স মুববারক ৯ বছর হলেও তিনি মুবারক শারীরিক , মানসিক এবং মুবারক ইলম বা জ্ঞানের দিক থেকে বয়স্ক অন্য যে কারো চেয়ে অধিকযোগ্যতম ছিলেন।
(চলবে................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।