আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় পুলিশ-হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

বগুড়ায় আজ বৃহস্পতিবার হরতাল চলাকালে পুলিশ ও ১৮ দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে।

জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ১৮ দলীয় জোট এবং জামায়াত কর্মী স্কুলশিক্ষক আব্দুল বাকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জামায়াতের আহ্বানে হরতাল আহ্বান করা হয়। সকাল ৯টায় হরতালের সমর্থনে একটি মিছিল শহরের পিটিআই মোড়ে পৌঁছায়। এসময় মিছিল থেকে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে।

এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এছাড়া শহরের সাবগ্রাম, খান্দার মোড়সহ কয়েকটি মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায়।

এদিকে, বগুড়ার শেরপুর উপজেলায় হরতাল সমর্থকরা সিমেন্টবোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর দুগ্ধ ও প্রাণি উন্নয়ন খামার এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ফায়জুর রহমান জানান, শহরের পিটিআই মোড়ে মিছিলকারীরা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হলে পুলিশ ৮/১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.