আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ১০ মাসে দ্বিগুণ

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, কোম হোয়াটসঅ্যাপের এই সাফল্যের খবর জানান সোমবার। তার দেওয়া তথ্যানুযায়ী ২০১৩ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারীরর সংখ্যা ছিল ২০ কোটি। অ্যাপটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি। অর্থাৎ ১০ মাসে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।
একদিকে তরুণদের মধ্যে ফেইসবুক আর টুইটারের মতো সোশাল মিডিয়ার জনপ্রিয়তা পড়তির দিকে, অন্যদিকে গানিতিক হারে বাড়ছে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা।
কোমের দেওয়া তথ্য অনুযায়ী একবছর আগে প্রতিদিন গড়ে ২ হাজার কোটি মেসেজ আদান প্রদান হত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ক্রস প্লাটাফর্ম অ্যাপটি ব্যবহার করে প্রতিদিন আদান-প্রদান হওয়া সেই মেসেজের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৫ হাজার কোটি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।