আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকের হোয়াটসঅ্যাপ পরিকল্পনায় জট

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাইভেসি গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে এ বিষয় নিয়ে নালিশও দিয়েছে।
প্রাইভেসি গ্রুপগুলোর কথা হল, হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের জন্য গ্রাহকদের কোনো ডেটা ব্যবহার বা সংরক্ষণ করবে না এমন প্রতিশ্রুতির বিনিময়ে গ্রাহকভিত্তিক সেবা গড়ে তুলেছে। এটিতে প্রচুর পরিমাণে ব্যক্তিগত মেসেজ আদান-প্রদান হয়ে থাকে। অন্যদিকে ফেইসবুক বিজ্ঞাপন ধরনের আয়ের জন্য গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে থাকে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি অনুরূপ কাজ করতে পারে।


অন্যদিকে এ প্রসঙ্গে ফেইসবুক জানিয়েছে, তারা আগেও অনেকবার জানিয়েছে হোয়াটসঅ্যাপ একটি ভিন্ন প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ৪৫ কোটি। ওয়াই-ফাই বা ডেটা সংযোগের মাধ্যমে এতে মেসেজ পাঠাতে কোনো প্রকার খরচ রাখা হয় না। তবে অন্যান্য গ্রাহকরা বছরে ০.৬০ পাউন্ড সাবস্ক্রিপশন ফি’র মাধ্যমে হোয়াটসঅ্যাপের সেবা নিয়ে থাকেন। এসব কারণেই ফেইসবুক সেবাটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিল।


তবে বর্তমানে বিষয়টি নির্ভর করছে ফেডারেল ট্রেড কমিশনের কাছে প্রাইভেসি গ্রুপগুলোর অভিযোগ আদৌ গ্রহণযোগ্যতা পাবে কি না তার উপর।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।