এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সৃজনশীল কাজে অর্থসংস্থানের জন্য কিকস্টার্টারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে পকেট ড্রোন বানানো হয়েছে। আকারে ছোট বলে এর মাধ্যমে উপর থেকে ছবি ও ভিডিও ফুটেজ নেওয়া সহজ হবে।
অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ওই ড্রোন চালানোর জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে। অ্যাপ্লিকেশন কোড ওপেনসোর্স রাখা হয়েছে বলে কেউ চাইলে সফটওয়্যারে নতুনত্বও আনতে পারেন।
অ্যাপ্লিকেশন নির্মাতারা জানিয়েছেন, ওই সফটয়্যার পরিচালনা সহজ।
তবে কিকস্টার্টার পেইজে ভিন্ন মত দিয়েছেন বেশ কয়েকজন।
প্রকল্পটির জন্য কিকস্টার্টারে অর্থসংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার ডলার। শেষ পর্যন্ত অর্থসংগ্রহ হয়েছে তিন লাখ ডলার।
পকেট ড্রোন কিনতে খরচ হবে প্রায় ৫০০ ডলার। সঙ্গে থাকবে ড্রোন কন্ট্রোলার।
তবে, ৪৪৫ ডলারেও ড্রোনটি কেনা যাবে। তাতে কন্ট্রোলার থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।