টি টি বন্ধু এবং বড় ভাইরা সালাম নিবেন। কখনো কখনো ভিডিওতে একটি নির্দিষ্ট অংশে ব্লার করার প্রয়োজন হয়। আমি সফটওয়্যার হিসেবে এডবি প্রিমিয়ার প্রো-২ ইউজ করেছি। আপনারা চাইলে সি এস ব্যবহার করতে পারেন মূল ব্যপারটি মূলত একই।
কাজটি করার জন্য প্রথমে আমরা বিন থেকে যেকোন একটি ভিডিও নামাব।
তারপর যে অংশটুকুতে আমরা ব্লার করবো সে অংশটুকু আমরা কেটে নিব। কাটা অংশটুকু কপি করে নিয়ে উপরের ভিডিও ট্রাকে রাখবো। তারপর ইফেক্ট থেকে ব্লার ইফেক্টটা নিয়ে উপরের ভিডিও ক্লিপে টেনে এনে ছেড়ে দিব। ইফেক্ট কন্ট্রোল থেকে ব্লার এর পরিমান বাড়িয়ে দিব যতটুকু লাগে। নির্দিষ্ট অংশে ব্লার করতে ক্রপ ইফেক্ট ব্যবহার করতে হবে।
পুরো প্রক্রীয়াটি বুঝতে ভিডিওটি দেখলে আশা করি বুঝা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।