টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আজ বাদ ফজর থেকে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম দফার আনুষ্ঠানিক বয়ান শুরু হয়েছে।
আজ সকালে ইজতেমার শুরুতে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা মো. ইসমাইল এবং তরজমা করেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন।
দুপুর ১২টার দিকে পুরোপুরি স্থবির হয়ে পড়ে টঙ্গী এলাকা। বন্ধ হয়ে যায় সব যান চলাচল। অনেকে মাঠে প্রবেশ করতে না পেরে যে যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়ে যান।
কয়েক মিনিটের মধ্যেই প্রধান সড়ক (ঢাকা-গাজীপুর) কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এসময় বাস ট্রাকের ছাদে কাতার বন্দি হয়ে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।
পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। কোথাও জটলার সৃষ্টি হলেই এগিয়ে যান তারা।
রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা।
চারদিন বিরতি দিয়ে আবার ৩১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।