The Iceman, USA, 2013
টাইম ম্যাগাজিন বছরের সেরা দশ পারফরম্যান্সের তালিকায় এই ছবির প্রধান চরিত্র রিচার্ড কুক্লিনস্কির অভিনেতা মাইকেল শ্যাননের নাম উল্লেখ করায় ছবি দেখার আগ্রহ তৈরী হয়েছে। রিচার্ড একজন ভাড়াটে খুনী – গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তার পরিবারও জানত না তার এই পেশা সম্পর্কে। বলা হয় সে প্রায় একশ খুন করেছিল। সত্যি ঘটনার উপর নির্মিত এই চলচ্চিত্রে গুরুত্ব পেয়েছে পরিবারের কাছ থেকে গোপন করে রাখার বিষয়টি – পাশাপাশি তার এই জগতে প্রবেশ এবং বের হওয়ার ঘটনাবলী। স্টোরি টেলিং ঠিক পছন্দ হয় নি।
শ্যাননের এক্সপ্রেশন দারুন, কিন্তু বয়সটা ঠিক যথোপযোগী ছিল না সম্ভবত।
রেটিং: ৩.৫/৫
The Lone Ranger, USA, 2013
জনি ডেপ এবং আর্মি হ্যামার অভিনীত ওয়েস্টার্ণ ফিল্ম। ওয়াল্ট ডিজনী প্রোডাকশন। লোন রেঞ্জার একজন মাস্ক পরিহিত ওয়েস্টারর্ন ক্যারেক্টার যার সহযোগী একজন নেটিভ ইন্ডিয়ান এবং দুজনে মিলে অন্যায়ের প্রতিবাদ করে বেড়ায়। এটা একটা ফিকশনাল চরিত্র।
জনি ডেপ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করেছে। হালকা মুডের ছবি – জেনে শুনেই দেখতে বসেছিলাম। কিন্তু ছবিটা যে কমেডি ঘরানার সেটা জানা থাকলে হয়তো দেখতাম না। ওয়েস্টার্ণ সিনেমার ক্ষেত্রে সিরিয়াস সিনেমাই পছন্দ – কমেডি নয়। বাচ্চাদের ছবি – নিখাদ বিনোদনের জন্য দেখা যেতে পারে।
রেটিং: ৩/৫
The Hidden Face, Columbia, 2011
কলম্বিয়ার ছবি জেনে এই ছবিটি দেখা। এর আগে কলম্বিয়ান আর কোন ছবি দেখেছি কিনা মনে করতে পারছি না। একজন স্প্যানিশ অর্কেষ্ট্রা কন্ডাকটর এর এক গার্লফ্রেন্ড চলে যাওয়া/হারিয়ে যাওয়ার পরে নতুন একজন গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশীপ শুরু এবং তার বাড়িতে নতুন গার্লফ্রেন্ডের অদ্ভুত সব অভিজ্ঞতাকে নিয়ে এই ছবির কাহিনী। ধাঁচটা হরর, থ্রিলার হলেও এই ছবির বিষয়বস্তু ভালোবাসাকে কেন্দ্র করে মানবমনের বিভিন্ন জটিল দিকের উপস্থাপন।
ছবির মিউজিক বেশী ভালো লাগল অন্য দিকগুলোর তুলনায়।
চরিত্রের সংখ্যা খুব কম। এবং বাজেটও বোধহয় বেশী ছিল না – খুব সিম্পল স্টাইলে নির্মান। ছবি দেখার পর জানা গেল – বলিউডে মার্ডার থ্রি এই ছবির রিমেক। মার্ডার কোনটাই দেখা নেই, তাই তুলনা করা গেল না।
রেটিং: ৪/৫
Rocky, USA, 1976
এই সিনেমাটি দেখা উচিত ছিল অনেক আগেই, কিন্তু সিলভেস্টার স্ট্যালোনের সিনেমা বলেই আগ্রহ কম ছিল এবং ডাউনলোড করারও অনেকদিন পরে দেখা হল।
রকি বালবোয়া নামে ফিলাডেলফিয়ার এক বক্সার চরিত্রের উত্থান নিয়ে সিনেমার গল্প। স্টোরি সিলেভস্টার স্ট্যালোনের, তিনিই প্রধান অভিনেতা। বক্সিং না, বরং একটা খুব সাধারণ দরিদ্র আমেরিকানের জীবন এবং প্রেম-পারিবারিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে এই ছবিতে।
সিনেমার নির্মান ইতিহাসও দারুন। সব মিলিয়ে এক মিলিয়ন ডলারের কিছু বেশী ব্যয়ে নির্মিত এই ছবিটি ব্যবসা করেছিল ২৫৫ মিলিয়ন ডলার, তিনটে ক্যাটাগরীতে অস্কার জিতে নিয়েছিল, নমিনেশন পেয়েছিল দশ ক্যাটাগরীতে।
স্ট্যালোনের প্রস্তুতি দৃশ্যের একটি ছিল ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট এ। পরবর্তীতে সেখানে রকি বালবোয়া’র একটি ভাস্কর্য স্থাপন করা হয়। আরও বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়া দেখা যেতে পারে।
রেটিং: ৫/৫
দারাশিকো'র ব্লগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।