ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হিউ জ্যাকম্যান অভিনীত ছবি 'প্রিজনার্স'। এটি গত বছরে হলিউডের আলোচিত ছবির একটি। চমৎকার গল্পের বুনোটে ঠাসা এ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল ২০ সেপ্টেম্বর। ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এযাবৎ আয় করেছে ১২২ মিলিয়ন ডলারের বেশি। তবে সমালোচকদের রায় ছাপিয়ে গেছে ব্যবসায়িক সাফল্যকেও।
নানামাত্রিক বিচারে ছবিটি অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। বিশ্বখ্যাত ম্যাগাজিন 'রটেন টমেটোস'-এর রিভিউতে ৮২ শতাংশ ইতিবাচক ফলাফল পেয়েছে 'প্রিজনার্স'। দর্শকদের মতো সমালোচকদেরও মন জয় করেছে হিউ জ্যাকম্যানের অভিনয়। এরই মধ্যে 'টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ দ্বিতীয় রানার আপ হিসেবে পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস জিতেছে ছবিটি।
একজন বাবার পক্ষে হারানো মেয়েকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা প্রাণপণ যুদ্ধে নামতে হয় তার একটি অন্যরকম চিত্র পাওয়া যাবে ডেনিস ভিলেনিভের অ্যাকশন থ্রিলার 'প্রিজনার্স' ছবিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।