আমাদের কথা খুঁজে নিন

   

দগ্ধ পুলিশ সদস্যকে দেখতে আইজিপি ঢামেকে

দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বাংলামটর মোড়ে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে মো. ফেরদৌস নামে এক পুলিশ সদস্য দগ্ধ হয়ে মারা যান।

এছাড়া ঢাকা দক্ষিণ ট্রাফিক পুলিশের সদস্য মো. সাইদুর ও বাসচালক বায়জীদ দগ্ধ হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাতে ঘটনার পর ১২টার দিকে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে আহত পুলিশ সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন। আইজিপি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।