আমাদের কথা খুঁজে নিন

   

ঢামেকে রোগীর আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের বার্ন ইউনিটের চতুর্থ তলার বাথরুমে সখিনা (৩৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সখিনার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানার আশাতলা গ্রামে। তিনি একজন গৃহিণী। তার স্বামীর নাম ওয়াহিদ মিয়া।

ঢামেকের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকে (বুধবার) রোগীর অপারেশন হওয়ার কথা ছিল। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

সখিনার মা নূরজাহান বেগম জানান, ওর (সখিনা) নাভির নিচে ঘা হওয়ায় গত ১০ মার্চ ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সে চতুর্থ তলার ৪২০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল।

সখিনা প্রথম থেকেই ভয়ে অপারেশন করাতে চাচ্ছিল না।

নূরজাহান বেগমের ধারণা, অপারেশনের ভয়েই সে আত্মহত্যা করে থাকতে পারে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।