আমার পরিচয় আমার রোজনামচায়।
আমার নিজের একটা পুরানা কবিতা মনে পড়ল
তেরো
দুর্ভাগা কেন তেরো?
সাতের সাথে সন্ধি করে ভাগ্য ফেরাতে পারো?
একের পিঠে ঘর করে তিন সতিন
আসবে না আর দুটি শালিক পঞ্জিকাতে যে দিন;
ত্রিনয়না মেলবে না চোখ, হলে লক্ষ্মীছাড়া—
চতুর্দিকে চতুষ্টয়ের চিহ্ন করে তাড়া;
পঞ্চপান্ডব মন্ডপে পায় ভয়---
ষড়ঋতুতে আগমন যেন কখনই না হয়;
অপমানিত সপ্তর্ষি জ্যোতির্ষীর গণনায়
মৌল ভুলে যৌগ গঠন অষ্টক পূর্ণতায়;
নিষিদ্ধ আজ সালতানাতে নবরত্ন ধারণ---
পরাজিত হয়ে ক্রোধে উন্মাদ দশানন রাজা রাবণ;
রাহুর অসুখ – তাই আকাশে একাদশী চাঁদ জাগে
পালিয়ে হাঁপায় চল্লিশ চোর বারোটা বাজার আগে। ।
ছড়ানো ছিটানো অভিশপ্ত ইতিহাস
‘চারশো বিশ’ ফিরে দেখে নতুন সর্বনাশ। ।
তোমার জন্য কী আর হবো তেরো?
অপবাদ বুকে জড়িয়ে আমায় – আপন ভাবতে পারো। ।
দেখি আপনভাবার মত কি কি আছে আমার। গতকাল একটি বছর পেরিয়ে গেল, সেই সাথে একটা চিনচিনে কষ্ট, যেটা গত বছরের শেষ লগ্নে পেয়েছি। এই মুহুর্তে তা বলতে চাই না।
এসময় চাই আনন্দ, উচ্ছ্বাস। জমে উঠুক সারাটিক্ষণ।
শুভ নববর্ষ সব্বাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।