আমাদের কথা খুঁজে নিন

   

পিসার মিনারে বিস্ফোরণের ছক মাফিয়াদের

পিসার মিনার-সহ দেশের একাধিক স্থাপত্য গুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল ইতালির কুখ্যাত মাফিয়ারা। এমনই তথ্য জানতে পেরেছে সে দেশের গোয়েন্দা সংস্থা।

সম্প্রতি মাফিয়া নিনো জিও বলেছিল, ‘ভেবে দেখ ইতালিবাসী একদিন সকালে উঠে দেখল পিসার মিনার নেই।’ তার মুখে এমন কথা শুনে চমকে উঠেন পুলিশ কর্মকর্তা থেকে রাষ্ট্র নেতারা। মৃত ওই মাফিয়ার তালিকায় পিসার হেলান মিনার ছাড়াও ছিল সেন্ট জন ল্যাটেরানের পাপাল আর্কব্যাসিলিকা, ভেলাব্রোর সেন জিওর্জিও চার্চ, ফ্লোরেন্সের জিওরর্গোফিলি অ্যাকাডেমি।

এ ছাড়াও ইতালির সিনেটের বর্তমান স্পিকার ও এক প্রাক্তন আইনজীবীও ছিলেন মাফিয়াদের টার্গেটে। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।