আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালী যেদিন পিসার টাওয়ার হেলিয়ে দিলো

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে মখা (মনির খান) ঝুটা কাপড়ের ব্যবসায়ী। কাচাঁ টাকার কাজ কারবার। গেল বছর গরমের সময় ভাবলেন পয়সাওয়ালাদের মত বিদেশ ট্যুরে যাবেন। এদিক-সেদিক খোজ নিয়ে ঠিক করলেন ইটালী যাবেন। প‌্যাকেজ অপারেটর তাকে টুসকান শহরের টিকেট ঠিক করে দিলো।

টুসকান থেকে গাইড অপারেটররা এদিক সেদিন ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল পিসা শহরে। মখা সাহেব ইটালীর গরমে সুন্দরী স্বল্পবসনা ললনীদের দেখতে দেখতে লুল ফালাতে লাগলেন আর বিয়ার খেয়ে খেয়ে পেট ফোলাতে লাগলেন। ফলশ্রুতিতে তার প্রবল পেসাবের বেগ পেল। এদিক সেদিক ঘোরাঘুরি করে কোন জায়গা না পেয়ে এক খোলা মাঠে বসে পড়লেন। মাঠের পাশেই ছিলো বিশাল আকৃতির এক টাওয়ার।

প্রাকৃতিক কর্ম শেষ হবার আগেই টহল পুলিশ এসে ধরলো তাকে। Che cazzo stai facendo uomo? (এই ব্যাটা তুই কি করোস?) স্বভাবতই মখা সাহেব কিছু বুঝলেন না ইটালীয়ান ভাষা। গাইড এসে উদ্ধার করলো। ১০,০০০ লিরা জরিমানা করে ছেড়ে দিলো তাকে। প্রবল শোকে মখা সাহেবের মেজাজ বিগড়ে গেল।

রাগ ঝাড়লেন পাশে থাকা সেই টাওয়ারের উপর। তার এক লাথিতেই সেই টাওয়ার কাত হয়ে গেল। মখা সাহেব মনের আনন্দে দেশে ফিরে আসলে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.