নিউ জিল্যান্ডের করা ৩১৪ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ভারতও করে সমান ৩১৪ রান। আন্তর্জাতিক ওয়ানডেতে এটা ৩২তম ‘টাই’ ম্যাচ।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ হার এড়ালো ভারত। প্রথম দুটি ম্যাচ জিতে ২-০ এ এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।
জয়ের জন্য ১ উইকেট হাতে নিয়ে শেষ ১৩ বলে ভারতের প্রয়োজন ছিল ২৯ রান।
রবীন্দ্র জাদেজার দৃঢ়তায় ২৮ রান তুলে ভারত।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান। আর জেতার জন্য কোরি অ্যান্ডারসনের শেষ বলে লাগতো ২ রান। আগের দুটি বলে চার ও ছক্কা হাঁকালেও শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি জাদেজা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা (৩৯) ও শিখর ধাওয়ান (২৮) ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো সূচনা এনে দিলেও ৭৯ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে ভারত।
সুরেশ রায়নার (৩১) সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৫০) দলীয় ১৮৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে ভারত।
সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জাদেজার ৮৫ রানের জুটি ম্যাচে ফেরায় ভারতকে। ৪৬ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ রান করে অশ্বিনের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে জাদেজাকে।
৪৫ বলে জাদেজার অপরাজিত ৬৬ রানের সৌজন্যে সিরিজে টানা তৃতীয় হার এড়ায় ভারত। জাদেজার আক্রমণাত্মক ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।
নিউ জিল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ৬৩ রানে নেন ৫ উইকেট। এই প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিলেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়া নিউ জিল্যান্ডকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন পঞ্চম ওয়ানডে শতকের দেখা পাওয়া মার্টিন গাপটিল।
দ্বিতীয় উইকেটে কেন উলিয়ামসনের (৬৫) সঙ্গে গাপটিলের ১৫৩ রানের জুটি নিউ জিল্যান্ডকে ১ উইকেটে ১৮৯ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যায়।
দলীয় ২২৪ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১১ রান করে গাপটিল।
তার ১২৯ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা।
গাপটিলের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লুক রনকি (৩৮) ও টিম সাউদির (২৭) দুটি আক্রমণাত্মক ইনিংসে তিনশ’ পর হয় নিউ জিল্যান্ড।
ভারতের পক্ষে জাদেজা ও মোহাম্মদ সামি দুটি করে উইকেট নেন। জাদেজা ৪৭ রান দিলেও সামি ১০ ওভারে দিয়েছেন ৮৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ৫০ ওভারে ৩১৪ (গাপটিল ১১১, রাইডার ২০, উইলিয়ামসন ৬৫, অ্যান্ডারসন ৮, টেইলর ১৭, ব্রেন্ডন ০, রনকি ৩৮, নাথান ১, সাউদি ২৭, ম্যাকক্লেনাগান ৩, বেনেট ৩*; জাদেজা ২/৪৭, সামি ২/৮৪, অশ্বিন ১/৪৭, ভুবনেশ্বর ১/৪৮, অ্যারন ১/৫২)
ভারত: ৫০ ওভারে ৩১৪/৯ (রোহিত ৩৯, ধাওয়ান ২৮, কোহলি ৬, রাহানে ৩, রায়না ৩১, ধোনি ৫০, অশ্বিন ৬৫, জাদেজা ৬৬*, ভুবনেশ্বর ৪, সামি ২, অ্যারন ২*; অ্যান্ডারসন ৫/৬৩, বেনেট ২/৪১, নাথান ১/৩৯, সাউদি ১/৭৪)
ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।