বীরাঙ্গনাদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে না তা জানতে চেয়ে আজ সোমবার রুল জারি করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ রুল জারি করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম। আইনসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও অর্থসচিবকে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শুনানি শেষে অ্যাডভোকেট ফাউজিয়া করিম সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই বীরাঙ্গনারা দেশের জন্য কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন। এজন্যই তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও সব সুযোগ সুবিধা দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।