বাংলাদেশের বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধ্বার স্বীকৃতি দেবার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে যুক্তরাজ্যবাসী বাঙালি ব্যানারে দাবি জানানো হয়। ২৩ ফেব্রুয়ারি লন্ডনের তরুণদের ডাকে সাড়া দিয়ে সমবেত হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ। মেমসাহেব অন থেমস রেস্টুরেন্টে জুয়েল রাজ ও লিপি হালদারের পরিচালনায় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের জন্য লিখিত স্মারক লিপি পাঠ করেন শাহমিকা আগুন। বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, মুক্তিযুদ্ধ্বা ও যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ চৌধুরী, কবি শামীম আজাদ, হাউজ অব লর্ডস সদস্য ব্যারানেস মঞ্জিলা পলা উদ্দিন, মুজিবুল হক মনি ও সাজ্জাদুর আজিজ মালিক এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর পরে তরুণ প্রজন্ম আজ যে দাবি নিয়ে এসেছেন তা আমাদের প্রজন্মেরই করার কথা ছিলো।
আমরা সেই দায় কোনভাবেই এড়াতে পারি না। ধন্যবাদ জানান এমন আয়োজনের অবশ্যই তাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবন বলে জানান।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ডা. ফেরদৌস আহমেদ ফয়সাল, রাশেদ খান ও স্মৃতি আজাদ। সভায় আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪২ বছর পেরিয়ে গেলে ও মুক্তিযুদ্ধ্বে সর্বস্ব হারানো সে সব নারীদের আজ পর্যন্ত দেয়া হয়নি তাদের প্রাপ্য সন্মান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ্বে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়েছিলো।
কিন্তু তা শুধু উপাধিতেই সীমাবদ্ধ্ব জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধাদের পাশাপাশি বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ স্বীকৃতি দেবার জন্য বাংলাদেশের সরকারের প্রতি দাবি জানানো হয়। তার জন্য প্রধানমন্ত্রী বরাবরে সভায় পঠিত স্মারকলিপি প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, বিগত ১৬ ডিসেম্ভর বিজয় দিবসের দিনে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশের সিরাজগঞ্জের কয়েকজন বীরাঙ্গনাদের কে সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানে আগতদের সাথে সেই সব বীরাঙ্গনাগণ স্কাইপিতে আয়োজকদের সাথে তাদের যাপিত জীবন নিয়ে কথা বলেন। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেবার ও দাবী জানান তারা।
সভায় মুক্তিযুদ্ধ্ব ও বীরাঙ্গনাদের নিয়ে প্রদর্শিত হয় একটি বিশেষ ডকুমেন্টারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।