ভালো মানুষ হতে চাই
পদ্মা সেতুর ব্যয় প্রতি বছর ই নাকি বাড়ছে !
নতুন সরকারের সামনে আবার tube rail/underground rail করার প্লান (শুভকামনা রইলো)
আচ্ছা দেশের ইঞ্জিনিয়াররা তো কথায় কথায় ফেল মারে , তাহলে tube rail/underground rail টা করার দায়িত্ব ওই চোরদের দিয়ে করালেই তো মনে হয় ভালো হয়
যারা সুড়ঙ্গপথে (ছবিতে প্রদর্শিত) সোনালী ব্যাংক এর ভল্ট থেকে ১৬ কোটি ৯০ লাখ টাকা চোখের নিমিষে লোপাট করে দিতে পারে ! !
কি সুড়ঙ্গপথ রে ভাই :
>কেউ জানলো না , বুঝতেও পারলো না
> নিশানা কতো perfect ! সোজা ব্যাংক এর ভল্ট পর্যন্ত !
>কোন রকম আধুনিক যন্ত্র ব্যাবহার না করেই এত দূর সুড়ঙ্গপথ বানানো
এই দেশের চোরদের কাছেও অনেক কিছু শেখার আছে
সোনালী ব্যাংকে সুরঙ্গপথে টাকাচুরি
news source: >>>>>>>>>>>>
http://www.prothom-alo.com
কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে বড় অংকের টাকা চুরি গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, চোরেরা সুরঙ্গপথে এসে ব্যাংকের ভল্ট থেকে ১২ কোটি টাকা নিয়ে গেছে।আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে ব্যাংকে চুরির বিষয়টি ধরা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।