লক্ষ্মীপুরের কমলনগরে নিজাম উদ্দিন (৪০) নামে হত্যা মামলার এক আসমিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে, তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চরউভুতি গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহসিন চৌধুরী জানান, ২০০৮ সালে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জেলে নিহত হওয়া ঘটনায় তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা হয়। দীর্ঘদিন থেকে তিনি কমলনগর উপজেলার উত্তর চরকালকিনি গ্রামে তার শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তোরাবগঞ্জ বাজারে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে নিজাম উদ্দিনকে জেল হাজতে পাঠানো হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।