আমাদের কথা খুঁজে নিন

   

কমলনগরে ৪৮ টি কেন্দ্রের মধ্যে ৪৪ টি ঝুঁকিপূর্ন

নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তৃতীয় দফার উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৪৮ টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই পুলিশের তালিকায় ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে।

১৫ মার্চ শনিবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে সব কয়টি কেন্দ্রে সকল প্রকার নির্বাচন সরঞ্জামাদি ইতিমধ্যে পাঠানো হয়েছে। একই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কমলনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১৮জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ১,২৪,২৩১ জন ভোটার আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন চলাকালীন সময়ে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো সহিংসতা ঠেকাতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সহ আইন-শৃংখলা বাহিনীর প্রায় সহস্রাধিক সদস্যকে নিয়োগ করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল আউয়াল জানান, ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। সে অনুযায়ী পুরো নির্বাচনী এলাকা নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে আইন শৃংখালা বাহিনীর সদস্যরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।