আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে ROOT করবেন Symphony W5

আমার যুক্তিতে আমি চলি। কারো অন্ধ ভক্ত নই। যারা দীর্ঘদিন ধরে সম্ভাব্য সকল উপায় অবলম্বন করেও Symphony W5 রুট করতে পারেননি, তাদের জন্য এবার সুখবর। এই পোস্টে কিভাবে Symphony W5 রুট, আনরুট এবং CWM রিকভারি করতে হয়, তা নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিই, কেন এতো দিন ইন্টারনেট থেকে প্রাপ্ত সব উপায় অবলম্বন করেও ডিভাইসটি রুট করা যায়নি।

খেয়াল করে দেখবেন, যে কোনো মাইক্রো-ইউএসবি ক্যাবলে ৫টা পিন থাকে। এই পিনগুলোর মধ্যে ১+২+৩+৫ পিন কানেক্টেড থাকে। চতুর্থ পিনটা খালি থাকে। কিন্তু খুব সম্ভবত Symphony W5 ডিভাইসের মাইক্রো-ইউএসবি পোর্টে ১+২+৩+৫ কানেক্ট না করে ১+২+৩+৪ কানেক্ট করেছে। এজন্য প্রচলিত মাইক্রো-ইউএসবি ক্যাবল দিয়ে সব কাজ করা গেলেও রুটিং করা যায়নি।

এই সমস্যার সমাধানের জন্য দরকার OTG Cable। কারণ OTG Cable এ ৫ নং পিনের সাথে ৪নং পিন শর্টেড থাকায় পিসির ডিভাইস ম্যানেজার হার্ডওয়ার ডিটেক্ট করতে পারে। ডিভাইসটির রুট, আনরুট, CWM Recovery নিয়ে বিস্তারিত দেখুন অ্যান্ড্রয়েড কথনে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.