সমকামিতা নিয়ে পূর্বের রায় বহাল রাখলেন সুপ্রিম কোর্ট। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রের করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালত। এ রায়ে সমকামিতা নিয়ে আন্দোলনকারীরা হার না মেনে আরও একটি পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছেন।
সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারার বিরোধিতা করে পিটিশন দাখিল করে কেন্দ্র ও কয়েকটি সংগঠন। আজ ওই আবেদনের শুনানি রয়েছে। বিচারপতি এইচ এল দত্তা এবং এস জে মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে।
সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে সর্বোচ্চ আদালত জানায়, যতক্ষণ না সংসদ আইন করে এই ধারা লোপ করছে ততক্ষণ সমকামিতা আইনত অপরাধই থাকছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।