৫ উইকেটে ৩৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা ১৪৩ রানে এগিয়ে আছে।
মঙ্গলবারের খেলা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আল-আমিন বলেন, “আমাদের লক্ষ্য, ওদের প্রথম ইনিংস সাড়ে চার শ’ রানের মধ্যে শেষ করে দেয়া। কাল (বুধবার) সকালের সেশনে আমাদের ভালো বল করতে হবে। ”
শ্রীলঙ্কার কাছে আগের ১৩ টেস্টের ৭টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবারো স্বাগতিক দলের সামনে সেই আশঙ্কা।
তবু ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছেন আল-আমিন।
“আমাদের দলে মুশফিক ভাই, মুমিনুল, নাসির ভাইয়ের মতো ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে সক্ষম। এদের মধ্যে কেউ দাঁড়িয়ে গেলে এখনো ম্যাচ বাঁচানো সম্ভব।
দ্বিতীয় দিন প্রথম ঘণ্টায় তিনটি সুযোগ হাতছাড়া হলেও কুমার সাঙ্গাকারার উইকেট সব হতাশা ভুলিয়ে দিয়েছে আল-আমিনের।
তিনি বলেন, “ভালো বল করার পুরস্কার হিসেবেই সাঙ্গাকারার উইকেট পেয়েছি।
সে সেট হয়ে গেলে অনেক বড় ইনিংস খেলে। আমি তো মনে করেছিলাম ঐ ক্যাচটিও পড়ে যাবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।