রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম বলেই উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে যাই। এরপর একটা জুটি গড়ে উঠলেও দ্রুত তিনটি উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাই। শুরুতে বেশ কয়েকটি উইকেট হারানোয় প্রথম ১০ ওভারে অনেক ‘ডট বল’ হয়েছে। ”
নবী জানান, পিচে বাড়তি বাউন্স আফগান ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে। তিনি মনে করেন, ১২০/১৩০ রান করতে পারলে খেলার চেহারা ভিন্ন হতে পারতো।
তবে অতি আত্মবিশ্বাস কাল হয়েছে তা মানতে নারাজ আফগানিস্তানের অধিনায়ক।
“আমরা অতি আত্মবিশ্বাসী ছিলাম না। খেলাটা উপভোগ করেছি। এটা অনেক বড় ম্যাচ ছিল। চাপ সামলাতে না পারায় আমরা হেরে গেছি।
আমরা এভাবে হারার মতো দল নই। ”
সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ৭২ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান।
ম্যাচ শেষে এই তিন স্পিনারের প্রশংসা করে নবী বলেন, “সাকিব, রাজ্জাক, মাহমুদুল্লাহ ভালো বল করেছে। আমাদের অবশ্য এশিয়া কাপ থেকেই ভালো স্পিনারদের বিপক্ষে ভুগতে হচ্ছে। ”
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলেও ‘সুপার টেন’-এ খেলার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার।
তিনি বলেন, “ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ একটি ম্যাচ হেরে গেলে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। তাই পরের দুটি ম্যাচ আমাদের জিততেই হবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।